বাংলাদেশিদের নজর ঐশীর দিকে

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

বাংলাদেশিদের নজর ঐশীর দিকে

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : চীনের সানাইয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জমকালো আসর বসছে আজ। মিস ওয়ার্ল্ড নিয়ে বাংলাদেশিদের আগ্রহ এর আগেও ছিল। তবে এবারের আগ্রহটা অন্যবারের চেয়ে ঢের বেশি। কারণ এবার ফাইনালে থাকছেন বাংলাদেশের মেয়ে।

প্রথমবারের মতো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে নাম লিখিয়ে দেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সুন্দরী জান্নাতুল ফেরদৌস ঐশী। তাকে নিয়ে দেশের মানুষও আশায় বুক বেঁধেছেন।

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ঐশীকে। ঐশীকে শুভকামনা জানিয়ে মিস ওয়ার্ল্ড বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন তারা।

Manual2 Ad Code

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর বিশ্ববাসী জেনে যাবে, এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট। শনিবার সন্ধ্যায় চীনের সানাই শহরে এবার বসছে এই প্রতিযোগিতার ৬৮তম আসরের গ্র্যান্ড ফিনালে।

Manual7 Ad Code

জান্নাতুল ফেরদৌস ঐশী এর আগে ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে পৌঁছে যান সেরা ৩০-এ। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের উদ্যোগে বাংলাদেশে গত দুই বছর ধরে ‘মিস ওয়ার্ল্ড’ এর জন্য প্রতিযোগী নির্বাচন করা হচ্ছে। এবার ঐশী এ প্রতিষ্ঠানের আয়োজনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়ে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিশ্বের ১১৮ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে সেরা ৩০।

Manual7 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..