সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন জেলার একমাত্র ইংরেজী মাধ্যমের স্কুল ব্রীজ একাডেমী স্কুল এন্ড কলেজে আজ শনিবার দিনব্যাপি প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এক ভর্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার শুরুতেই একাডেমীর প্রিন্সিপাল মোস্তাক আহমদ এর সভাপতিত্বে, ভাইস প্রিন্সিপাল সাবিহা সুলতানা ও বাঁধন আক্তার লাকী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আরোচনা সভায় বক্তব্য রাখেন, ব্রীজ একাডেমীর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ূব করম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, একাডেমীর পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম কিরন, অভিভাবকমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, হুসাইনুজ্জামান, শিমুল সুলতানা প্রমুখ। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্নয়ে মেলায় মোট ১৩টি ষ্টল বসে। মেলায় ঘুরে দেখা যায়, ব্যাতিক্রম, ইচ্ছে বাড়ী, ভাইবোন নামে ষ্টলগুলো ছিল ব্যাতিক্রমধর্মী। মেলায় শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রসাদনীসামগ্রী বিক্রি করতে দেখা যায়। ষ্টলগুলোতে অভিভাবক ও শিক্ষাথীদের ছিল উপছে পড়া ভিড়। একাডেমীর প্রিন্সিপাল মোস্তাক আহমদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করা ও ব্যাবসা সর্ম্পকে শিক্ষার্থীদের সাধারন জ্ঞানদানের জন্য আজকের এই আয়োজন। পাশাপাশি ভর্তি উপলক্ষে শুদুমাত্র আজকের দিনে শতকরা ৫০ভাগ ছাড় দেয়া হয়েছে। এপর্যন্ত বিভিন্ন শ্রেনীতে নতুন ২৫ জন ভর্তি ও ৪৫ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র তাহসিম, জাতীয় সংঙ্গীত পরিবেশন করেন, একাডেমীর শিক্ষিকা অগ্রনী গোস্বামী ও তার দল। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম সমাপ্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd