ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাজারে আসছে প্রায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট। আগামী ৩ থেকে ১৪ জুন পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো।

রোববার এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের মধ্যে যেসব ব্যাংকে নোট বিনিময় করা হবে তার তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Manual7 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এবারের ঈদে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট বিনিময়ের প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার কোটি টাকা একদমই নতুন। বাকি ৮ হাজার কোটি টাকা নতুন হলেও কিছু দিন আগে ছাপানো।

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও সহকারী মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা যাবে।

এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করার সুযোগ রয়েছে। একই ব্যক্তি একবারের বেশি নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

Manual5 Ad Code

নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ অনুযায়ী যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবে। তবে এবারের ঈদে ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে না।

Manual2 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..