টাঙ্গুয়ার হাওরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা তলিয়ে গেছে ৩শ’ একর জমির ধান

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের নাওটানা খালের বাঁধটি রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দেয়ায় তলিয়ে গেছে প্রায় ৩শ’ একর জমির ধান। মাছ ধরার জন্য দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে এ বাঁধটি কেটে দেয় বলে দাবি করেছেন স্থানীয়রা।
তারা বলছেন, দ্রুত নাওটানা খালের বাঁধটি ভরাট করা না হলে ভেঙে যেতে পারে আরও ৫-৬টি বাঁধ। এতে ফসল নিয়ে চরম উদ্বেগে আছেন হাওরপারের ৫০টি গ্রামের কৃষক।

Manual4 Ad Code

টাঙ্গুয়ার হাওরের ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ খসরুল আলম শুক্রবার যুগান্তরকে বলেন, কয়েক হাজার কৃষকের দুর্ভোগ ও ফসলহানির কথা চিন্তা না করে মাছ ধরার জন্য একদল জেলে নামের দুর্বৃত্ত নাওটানা বাঁধটি বৃহস্পতিবার রাতের আঁধারে কেটে দিয়েছে। ১০ বছরের এ পুরনো বাঁধটিতে এবারও মাটি ফেলা হয়েছিল।

কিন্তু বাঁধটি কেটে দেয়ায় শুক্রবার বিকাল পর্যন্ত প্রায় ৩শ’ একর জমির আধা-পাকা বোরো ধান তলিয়ে গেছে।

Manual6 Ad Code

স্থানীয় উপকারভোগী কৃষকদের দাবি, বাঁধটি দ্রুত ভরাট না করলে যে কোনো সময় তলিয়ে যেতে পারে টাঙ্গুয়াসহ আশপাশের সংসা, এরালিয়াকোনা, গইন্নাকুরি, লামারগুল, টানেরগুল, মাঝেলগুল নান্দিয়া, টুঙ্গামারা, সোনাডুবি, গলগলিয়া, শামসাগর হাওরের ৫ হাজার একর বোরো ফসলি জমির ধান। এ ছাড়া ভাঙনের মুখে পড়বে হাওরের নজরখালী বেড়িবাঁধসহ ৫-৬টি বাঁধ।

Manual5 Ad Code

উপজেলার ছিলাইন তাহিরপুর গ্রামের কৃষক আহমাদুল কবীর শুক্রবার বলেন, টাঙ্গুয়ার হাওরের ভেতর ও এর আশপাশের কয়েকটি হাওরের ধান পাকতে আরও ৭-১০ দিন লাগবে। কিন্তু জেলে নামের কিছু দুর্বৃত্ত তার অপেক্ষা না করেই রাতের আঁধারে বাঁধটি কেটে দেয়। এখন কৃষক পরিবারগুলো আবারও ফসলডুবির আশঙ্কায় হাওরতীরে বসেই চোখের পানি ফেলছেন।

এদিকে এ অপকর্মের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান খসরুল আলম।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্ণেন্দু দে শুক্রবার বলেন, পানি এখনও টাঙ্গুয়ার হাওরের ভেতরই রয়েছে। সামান্য কিছু বোরো ধান তলিয়ে গেলেও পানি এখনও আশপাশের হাওরগুলোয় ঢুকতে পারেনি। তিনি বলেন, বাঁধটি ভরাটের জন্য উপজেলা প্রশাসন আপৎকালীন তহবিল থেকে বাঁশ, খুঁটি, বস্তা সংগ্রহ করছে। দ্রুত বাঁধ ভরাটের কাজ শুরু করা হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..