গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

Manual3 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্ব পেকেরখাল (লক্ষীনগর) এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের আবিদ আলীর ছেলে ছয়ফুল আলম (৩২)।

এ ঘটনায় আরোও ১০ জন ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

আহতরা হলেন লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের জাবিদ আলীর মেয়ে ফাতিমা বেগম, শফিকুর রহমান, ফরিদ আহমদ, ইসলাম আলী, বাকীদের নাম জানা যায় নি।

Manual8 Ad Code

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রাম সংলগ্ন খাড়াদিঘা হাওরের বাঁধে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে হাঁস কর্তৃক বু্রো ধান খাওয়াকে কেন্দ্র করে লক্ষীনগর (নয়াহাটি) গ্রামের ছয়ফুল আলম ও পূর্ব পেকের খাল (লক্ষী নগর) গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে আব্দুল খালিক(৬০), আব্দুল মালিক (৫৫), আব্দুল কাদির (৪০), আব্দুল হাসিম (৩৫) এবং আব্দুল খালিকের ছেলে মোহাম্মদ আলীর সাথে সংঘর্ষ বাধে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলাকালে লক্ষীনগর (পেকেরখাল) গ্রামের ওই পক্ষের দা’এর কুপে ঘটনাস্থলেই লুটেপড়েন ছয়ফুল আলম। কিছুক্ষনের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন।

Manual7 Ad Code

এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন তাৎক্ষণিক এসআই রতন ফোর্স সহ ঘটনাস্থলে প্রেরণ করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন বলেন- এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসআই রতনসহ বেশ কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..