ছাত্রলীগ কর্মী সৈয়দ নূর ইসলাম সায়মন এর উপর মিথ্যা মামলা দায়ের ও পরিবারকে হুমকি

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

ছাত্রলীগ কর্মী সৈয়দ নূর ইসলাম সায়মন এর উপর মিথ্যা মামলা দায়ের ও পরিবারকে হুমকি

Manual1 Ad Code

নিজস্ব প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলাস্থ ৩নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা সৈয়দ কবির আলীর ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ নূর ইসলাম সায়মন এর উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও তাহার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। গত-১২ অক্টোবর ২০২৫ইং তারিখ সকাল অনুমান ১১:৪৫ ঘটিকা হতে ০৩:৪৫ ঘটিকার মধ্যে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের সদস্যদের উপর সন্ত্রাসী দ্বারা বিশ্বনাথ থানাধীন পূর্ব বাজারস্থ বিশ্বনাথ-সিলেট পাকা রাস্তার উপর ব্যাপক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়। জানা যায় যে, ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গসংগঠনের সদস্যরা মিলে একটি মিছিল নিয়ে বের হলে তখন তাদের উপর এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। যাহার প্রেক্ষিতে ১৩/১০/২০২৫ ইং তারিখে বিশ্বনাথ থানাধীন জানাইয়া গ্রামস্থ আলা উদ্দিন এর ছেলে হেলিম হোসেন (৩১) বাদী হইয়া বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার এজাহারে সর্বমোট ২৭ জন আসামীর নাম উল্লেখ পূর্বক ২০/৩০ অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সৈয়দ নূর ইসলাম সায়মন (২১) কে মামলার এজাহারে ৪ নং ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সম্পর্কে তাহার পরিবারের অভিযোগ, সৈয়দ নূর ইসলাম সায়মনের বড় ভাই সৈয়দ রিপন আহমদ ছিলেন ছাত্রলীগের আয়োজক কমিটির একজন সক্রিয় সদস্য। বড় ভাইয়ের অনুপস্থিতিতে তাহার ছোট ভাই

Manual4 Ad Code

সৈয়দ নূর ইসলাম সায়মন রাজনৈতিক দলের বিভিন্ন সভায় যেতেন এবং বড় ভাইয়ের সব দায়িত্ব পালন করতেন। আর এই কারণেই একটি মিথ্যা মামলায় আসামী করা হয়।

Manual2 Ad Code

তাহার পরিবারের অভিযোগ অনুযায়ী, বিগত ৮ ই অক্টোবর ২০২৫ ইং তারিখে স্থানীয় বিএনপি ও কিছু সংখ্যক জামায়াতে ইসলামী দলের লোকেরা মিলে আনুমানিক ২৫ থেকে ৩০ জন দলীয় নেতা কর্মী মিলে সৈয়দ নূর ইসলাম সায়মনের বাড়িতে হামলা চালায়। সৈয়দ নূর ইসলাম সায়মন ও তাহার বড় ভাইকে ধরে নেওয়ার জন্য এ আক্রমণ করা হয়। হামলাকারীরা তাদেরকে না পেয়ে পরিবারের লোকদের হয়রানি করে এবং হুমকি দিয়ে যায়।

Manual3 Ad Code

মামলা সংক্রান্ত বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এর কাছে বিস্তারিত জানতে চাহিলে তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত। অপরাধের সাথে যেই জড়িত হোক না কেন প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..