সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৩
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : বিয়ানীবাজারে ধর্ষণ ও অপহরণের অভিযোগে রেজওয়ান করিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলাটি দায়ের হয় ২০২৩ সালের ১২ জুন। মাথিউরা গ্রামের আব্দুল কাদির বাদী হয়ে বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে রেজওয়ান করিমকে একমাত্র আসামি করা হয়।
মামলার ভুক্তভোগী হিসেবে হালিমা বেগমের নাম উল্লেখ করা হয়েছে। জানা গেছে, ভুক্তভোগী ও আসামির মধ্যে পিতা-মেয়ের সম্পর্ক রয়েছে।
ঘটনার পর ২০২৩ সালের ১৪ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে রেজওয়ান করিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, “ঘটনার বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি। প্রাথমিকভাবে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd