সিলেট ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৪
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওসমানীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ এর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ৫ ই আগস্ট সন্ধায় এই হামলা হয়। সেলিম আহমদ আওয়ামীলীগের পদধারী নেতা ছিল। সেই উপজেলার দয়ামীর ইউনিয়ন আয়মীলীগের সহসভাপতি কুরুয়া গ্রামের কদরিছ আলীর ছেলে। এই হামলার পর তার বাবা কদরিছ আলীও আত্মগোপনে রয়েছেন। ওসমানীনগর উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীর নেতৃত্বে হামলা ভাঙচুর করে স্হানীয় ক্ষুব্ধজনতা।
জানা যায় ক্ষুব্ধজনতা সেলিম আহমদকে না পেয়ে বাড়ির দরজা-জানালা ভাঙচুর, লুটপাট ও তাণ্ডব চালায়। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তার মায়ের অভিযোগ সেলিম আহমদ আওয়ামীলীগের রাজনৈতির সাথে জড়িত থাকার কারনে তার বাড়িতে হামলা ভাঙচুর করে বিএনপির নেতাকর্মী। একই সাথে তার বাবা কদরিছ আলী প্রানের মায়ায় আত্মগোপনে রয়েছেন।
এবিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন সেলিম আহমদ আওয়ামীলীগের রাজনৈতির সাথে জড়িত ছিল, সেজন্য হয়তবা কেউ হামলা ভাঙচুর করেছে, এই ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd