সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: পবিত্র মাহে রমজানেও বন্ধ হয়নি সিলেট নগরীর মেন্দিবাগস্থ গার্ডেন টাওয়ারে অসামাজিক কার্যকলাপ। এই মধুচক্রের হাঁড়ি থেকে পুলিশের হানায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) এসএমপির কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৫ জন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।
সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর এসআই দীপরাজ ধর প্রিন্স সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মেন্দিবাগস্থ ৪নং গার্ডেন টাওয়ারের ১২তম তলায় ৪১২৪নং প্লাটে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩), জাহানারা বেগম (৪০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্টের ৭৭ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd