গোয়াইনঘাটে যুবলীগের নেতাকর্মীর হামলায় গুরুতর আহত বিএনপি নেতা ছালেহ আহমদ!

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

গোয়াইনঘাটে যুবলীগের নেতাকর্মীর হামলায় গুরুতর আহত বিএনপি নেতা ছালেহ আহমদ!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আওয়ামী যুবলীগের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছেন বিএনপি নেতা ছালেহ আহমদ। আহত ছালেহ আহমদ গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের মৃত আজিদ আলীর ছেলে ও ডৌবাড়ী ইউনিয়ন বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক।বর্তমানে তিনি গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় হামলায় শিকার ছালেহ আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ছালেহ আহমদ জানান, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৮ টার দিকে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ডৌবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় নিহাইন বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য হেলাল উদ্দিন আহমদ।

উক্ত আলোচনা সভাটি পরিচালনার জন্য আওয়ামী লীগের দোসর মাহতাবউদ্দিনকে দায়িত্ব দিলে আমি সহ উপস্থিত ১০/১২ জন বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মী বাঁধা প্রদান করি। বিএনপির নেতাকর্মীর বাঁধায় মাহতাবউদ্দিন সভাটি পরিচালনা করতে পারেননি।

Manual5 Ad Code

উপস্থিত পরিবেশ পরিস্থিতি দেখে সভা পরিচালনা করেন ওলামাদল নেতা কামাল আহমদ। আলোচনা সভার কিছু সময়ের মধ্যে আমি সভাস্থল থেকে বের হয়ে নিহাইন বাজারের পশ্চিম দিকে গেলে আওয়ামী লীগের দোসর মাহতাবউদ্দিনের নেতৃত্বে যুবলীগ নেতা আরিফ মিয়া,নাজিমুদ্দিন সহ আওয়ামী লীগ ও যুবলীগের ৬/৭ জন সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমকে বেধড়ক মারধর করে। আমার চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে সন্ত্রাসীদের হাত থেকে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Manual6 Ad Code

বর্তমানে আমি গোয়াইনঘাট হাসপাতালে চিকিৎসাধীন আছি। ছালেহ আহমদ আরো জানান, ২০১৮ সাল ও ২০২৩ সালের আওয়ামী লীগের অবৈধ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের দোসর মাহতাবউদ্দিন উদ্দিনের বাড়িতে নির্বাচনী অফিস ছিল। ডৌবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাহতাবউদ্দিনের বাড়িতে বসেই ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থকদের উপর মিথ্যা মামলা ও হামলার পরিকল্পনা করা হতো। মাহতাবউদ্দিনের কারনেই আজ ডৌবাড়ী ইউনিয়ন ও নিহাইন গ্রামের বিএনপির শতাধিক নেতাকর্মী ও দলীয় সমর্থক বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি। মাহতাবউদ্দিন ও তার স্ত্রী মরিয়ম সাবেক এমপি ইমরান আহমদ ও আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে সর্বদা ঘুরাঘুরি ও চলাফেরা করতো। তাদের ঘুরাঘুরির শতাধিক ছবি ও ভিডিও চিত্র এলাকাবাসীর কাছে সংরক্ষিত আছে। তিনি অতর্কিত হামলাকারী আওয়ামী লীগের দোসর মাহতাবউদ্দিন ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন এবং আরিফের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল বলেন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের ছালেহ আহমদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2025
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..