ঈদগাহের কাজ করেন গ্রামবাসী, ইউপি সদস্য আলিমের বিল উত্তোলন

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

ঈদগাহের কাজ করেন গ্রামবাসী, ইউপি সদস্য আলিমের বিল উত্তোলন

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের খুর্দ্দা মর্জাতপুর শাহী ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে জড়িত রয়েছে চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ। ২০২৪-২৫ অর্থবছরে ঈদগাহ মাঠ ভরাটের জন্য ৭ টন ঘম বরাদ্দ দেওয়া হলেও কাজ বাস্তবে হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা অভিযোগ করছেন, কোনো ধরনের কাজ না করেই ওই অর্থ আত্মসাৎ করেছেন একই এলাকার ইউপি সদস্য আলিম উদ্দিন।

এলাকাবাসীর দাবি, প্রকৃতপক্ষে সরকারি কোনো কাজ হয়নি। বরং গ্রামের সাধারণ মানুষ নিজেদের অর্থ, শ্রম ও চাঁদা দিয়ে ঈদগাহ মাঠ ভরাট করেছেন। কিন্তু এই উদ্যোগকে সরকারিভাবে “সম্পন্ন প্রকল্প” হিসেবে দেখিয়ে পুরো বরাদ্দের বিল উত্তোলন করেছেন ইউপি সদস্য আলিম উদ্দিন।

একজন স্থানীয় যুবক বলেন “আমরা নিজেরাই কালেকশন ঈদগাহ এর কাজ শুরু করেছি,। কিন্তু এখন শুনছি সরকার থেকে নাকি দুই লাখ টাকা এসেছিল। সেই টাকার কোনো হিসাব নেই, কোনো ব্যাখ্যা নেই।”

একজন প্রবীণ মুরব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঈদগাহে আমরা নামাজ পড়ি, দোয়া করি। এই পবিত্র জায়গার নাম ভাঙিয়ে যদি কেউ টাকা তুলে নেয় এটা শুধু অন্যায় না, পাপও বটে।

জানা গেছে, এই প্রকল্পটি সরকারি ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ প্রস্তাবিত হয় এবং ইউপি সদস্য আলিম উদ্দিন এর বাস্তবায়নকারী হিসেবে নাম দেন। কিন্তু মাঠ পরিদর্শনে কোনো ধরনের সরকারি কার্যক্রমের প্রমাণ মেলেনি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আলিম উদ্দিনের বলেন আমি এই বরাদ্দের শতভাগ কাজ করেছি, কোন দুর্নীতি করিনি।

গোয়াইনঘাট প্রকল্প বাস্তবায়ন কর্ককর্তা বাধন কান্তি বলেন, এই প্রকল্পের কাজ সম্পন্ন দেখিয়ে আলিম উদ্দিন বিল নিয়ছেন, কিন্তু গ্রামের অনেকেরই অভিযোগ এই বরাদ্দের টাকা ঈদগাহ কমিটির কাছে পৌছেনি, আমরা সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এবং ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতির কাছে বরাদ্দের টাকা যেভাবে পৌছে সেই ব্যবস্হা করবো।

এদিকে স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত তদন্ত এবং
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং অর্থ আত্মসাতকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

July 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..