সিলেট ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫
সিলেট নগরীর লালদীঘিরপার, আমজাদ আলী রোড, কালীঘাট, মহাজনপট্টি শাহচট রোড, চাউলবাজার ও ডাকবাংলা রোডের ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলাকালে ৪৫ জন ভোটারের মধ্যে ৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ২৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়লাভ করেন হাজী নজরুল ইসলাম মুনিম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল হক পান ১৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী দিলওয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।
সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাজী ফারুক আহমদ এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন হাজী আবুল কালাম ও হাজী আব্দুল মঈন কয়ছর। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ফালাহ উদ্দিন আলী আহমদ এবং সহকারি প্রিজাইডিং অফিসার ছিলেন নীলাঞ্জন দাস টুকু।
নির্বাচন চলাকালে প্রার্থীদের এজেন্ট হিসেবে ছিলেন হাজী খালেদ হোসেন, হোরায়রা ইফতার হোসেন, মাহবুবুর রহমান জনি ও আব্দুল্লাহ আল মামুন সামন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সচিব মনোজ কুমার দাস।
এদিকে নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd