সিলেট ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ইয়াবাসহ চার জনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের দূর্য্যাকাপন গ্রামে এ ঘটনাটি সংগঠিত হয়। ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৪ জনকে স্থানীয় জনতা আটক করলেও আরোও ২ জন পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আটককৃত ও পালিয়ে যাওয়া ৬ জন ব্যক্তিই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন।
ইয়াবাসহ আটককৃতরা হলেন- বিশ্বনাথ পৌর শহরের ছত্রিশ গ্রামের মরম আলীর পুত্র নূরুল আমিন (২০), একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের পুত্র নাছির উদ্দিন (২৬), ছুরাব আলীর পুত্র ফারুক আহমদ (২৬), সুনামগঞ্জের বিশ্বম্বরপুর থানার চিনাকান্দি গ্রামের লিটন মিয়ার পুত্র সুমন মিয়া (২৪)।
এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ারা হলেন- বিশ্বনাথ পৌর শহরের দূর্য্যাকাপন গ্রামের আকলুছ আলীর পুত্র ফটিক মিয়া (৪০) ও একই গ্রামের সৈরত উল্লাহ’র পুত্র চন্দন আলী (৪৫)।
এঘটনায় বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব বাদী হয়ে উপরোক্ত ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০১ (তাং ০২.০৪.২৫ইং)।
জানা গেছে, মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে পৌর শহরের দূর্য্যাকাপন জামে মসজিদের সামন হতে ইয়াবাসহ ৪ জনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশ খবর দেন। মাদকসহ ৪ জন আটকের সংবাদ পেয়ে রাত ২.১৫ মিনিটের দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ইয়াবাসহ আটককৃত ৪ জন ও একটি নীল রংয়ের পলিথিনে মুড়ানো ৫ (পাঁচ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পুলিশের কাছে সোপর্দ করেন। থানা পুলিশ আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত স্বাক্ষীদের সামনে জব্দ করে ৪ জনকে থানায় নিয়ে আসেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ৪ জন পুলিশের কাছে স্বীকার করে জানায় নিজেদের এলাকায় বিক্রি করার জন্য তারা পলাতক ফটিক ও চন্দনের কাছ থেকে জব্দকৃত ইয়াবা ক্রয় করেছে।
স্থানীয় জনতা ইয়াবাসহ ৪ জনকে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আইনী প্রক্রিয়া শেষে বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd