সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
বিশ্বনাথ প্রতিনিধি : যুক্তরাজ্য ওল্ডহ্যাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেছেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়েছিলাম। দীর্ঘ ১৭ বছর পর বিএনপি নেতাকর্মীরা নির্ভয়ে এক সঙ্গে ইফতার করতে পারছেন। এরজন্য আল্লাহ দরবারে শোকরিয়া আদায় করি।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনার নেত্বত্বে উপজেলার আটটি ইউনিয়নে সফলভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী ছাত্রদলের নেত্বত্ব দিয়ে বাংলাদেশে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু সিলেটের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফ্যাসিষ্টি শেখ হাসিনা সরকার তাকে গুম করে রেখেছিল। কিন্তু ইলিয়াস আলীকে গুম করে বিশ্বনাথ-ওসমানীনগরের ইলিয়াসপ্রেমিক নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়নি। আগামী জাতীয় নির্বাচনে আমাদের নেত্রী তাহসিনা রুশদী লুনাকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে হবে। ইলিয়াস আলীর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন করতে হবে। তাই সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে মাঠে কাজ করতে হবে।
তিনি শনিবার (২২ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলনতপুর ইউনিয়নের বৃহত্তর দৌলতপুর বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যার আলহাজ্ব আবারক আলীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা দুলুন খানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক গবিন্দ মালাকারা, জেলা যুবদল নেতা ফাহিম আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক আখতার হোসেন, ছাত্রদল নেতা আকরাম হোসেন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী নাজিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জয়নাল আবেদিন, হেকিম উদ্দিন মাস্টার, কাওছার আহমদ তুলাই, আয়াজ আলী মেম্বার, নূর উদ্দিন মেম্বার, আফতর আলী, আবদুল মন্নানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd