সিলেটে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

সিলেটে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে জেলা লিগ্যাল এইড সিলেটের আয়োজনে ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাননীয় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ।

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সভাপতি রাকিব আল মাহমুদের সভাপতিত্বে ও
মাশরুব মাহমুদ পরশ এবং রেজাউল করিম মুরাদের যৌত পরিচালনায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ বলেন, জনগণের বৃহৎ অংশকে যেন সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতায় এনে ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা যায়, সে ব্যাপারে সিলেট জেলা লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন ও জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিতে মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনগত সহায়তা কার্যক্রম অগ্রণী ভূমিকা পালন করে চলছে। পক্ষদের বিরোধসমূহ বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপোষ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে জনগণ দ্রুত, সাশ্রয়ী ও কার্যকর ন্যায় বিচার পায়। সকলের অংশগ্রহণে প্রান্তিক মানুষের বিচারিক অধিকার নিশ্চিতকরণে সিলেট জেলা লিগ্যাল এইড অফিস বদ্ধপরিকর।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মানবাধিকার সম্পাদক ও সাংবাদিক হুসাইন আহমদ সুজাদ। উপস্থিত ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী।

উল্লেখ্য : সিলেট জেলা লিগ্যাল এইড অফিস,  বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দেওয়ানী, পারিবারিক, ভূমি সংক্রান্ত বিরোধ, ব্যবসায়িক বিরোধ এবং আপোষযোগ্য ফৌজদারী বিরোধ আপোষ মিমাংসার মাধ্যমে সমাধান করে জনগণের নিকট দ্রুত, সহজলভ্য এবং কার্যকরি আইনি সেবা নিশ্চিত করছে। দেশের বিচার ব্যবস্থা যেখানে মামলার ভারে জর্জরিত সেখানে লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল হিসেবে জনগণকে তাদের বিরোধসমূহ আপোষ মিমাংসার মাধ্যমে সমাধান করতে উৎসাহ প্রদানের মাধ্যমে মামলার সংখ্যা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সরকার ‘আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫ (বিধিমালা)’ প্রণয়ন করে জেলা লিগ্যাল এইড অফিসারকে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ সমূহ সমাধানের ক্ষমতা অর্পণ করেছে। উক্ত বিধিমালার বিধি ৩ এর আওতায় লিগ্যাল এইড অফিসারের কাছে যেকোনো আবেদনকারী তথা জনগণ তার বিরোধীয় বিষয়ে আইনী পরামর্শ পেতে হকদার। জেলা লিগ্যাল এইড অফিস, সিলেটে জনগণের অধিকার রক্ষায় সচেষ্ট, ২০২৪ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত আবেদনকারীর মৌখিক অভিযোগ এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে পারিবারিক বিরোধ, চাকুরি সংক্রান্ত বিরোধ, ভূমি বিরোধ, ফৌজদারী অভিযোগ, ব্যবসায়িক বিরোধ ইত্যাদি বিভিন্ন বিষয়ে মোট ১০৭৯ জন আবেদনকারীকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং এই সময়ে প্রি-কেইস এবং পোস্ট-কেইস এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে ৩৬২ টি মামলা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এ.ডি.আর.) মাধ্যমে আদায়কৃত অর্থের পরিমান ১ কোটি ৪১ লক্ষ ৫১ হাজার ১০২ টাকা। লিগ্যাল এইড প্যানেল আইনজীবীর তালিকা হালনাগাদকরণ ও বিজ্ঞ ২৬ জন নতুন প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়। লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগণদের দাখিলকৃত বিলের বিপরীতে ৯ লাখ ২১ হাজার ২৬০ টাকা পরিশোধ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

………………………..