নগরীতে সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

নগরীতে সিএনজির ধাক্কায় ২ শ্রমিক নিহত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর চৌকিদিঘী এলাকায় রাস্তার পাশে ট্রাক থেকে রড নামাচ্ছিলেন ২ শ্রমিক। এরমধ্যে হঠাৎ বেপরোয়া সিএনজি অটোরিক্সা উঠে যায় তাদের উপর। এই ঘটনায় প্রাণ গেল ২ শ্রমিকের। বুধবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে লায়েছ মিয়া (৩৫) এবং বিশ্বনাথের সেলিম মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২০)। তারা বর্তমানে নগরীর শাহজালাল উপশহর এলাকার সি ব্লকের তেররতন এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার নগরীর চৌকিদিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে ট্রাক থেকে রড আনলোড করছিলেন ২ শ্রমিক। কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল।

Manual2 Ad Code

এমন সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের উপর উঠে গেলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁিড়র ইনচার্জ পলাশ চন্দ্র দাশ। তিনি জানান, রাতে দুর্ঘটনার ২ জন রোগী আসছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে আসামাত্র মারা গেছেন আর অপরজন চিকিৎসাধিন অবস্থায় মারা যান। দুজনের মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..