সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ১ জন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭জন আসামীসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে থানা এলাকার পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দিগ্রামের নাজিম উদ্দীন হত্যা মামলার আসামী ইটাচৌকি গ্রামের আব্দুল জলিলের ছেলে সেলিম আহমদ (৩৪), ডৌ উবাড়ী ইউনিয়নের লামা দুমকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মহসিন আহমদ(৪০), মুসলিমনগর গ্রামের মো. নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন, আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ নাহিদুল হক, কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মো. মিনহাজ আলী, মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মো. হানিফ মিয়া গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে মো. নীল মিয়া।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত এসব আসামীদের আদালতের মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd