সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে একটি প্রাইভেটকার উল্টে সাহিদ আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
সাহিদ আহমদ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশেই গাড়িটি সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা সাহিদ আহমদ নামের ওই তরুণ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাহিদ আহমদ বৈটিকরস্থ সিএনজি গ্যাস পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে বের হলে এই দুর্ঘটনার শিকার হন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোলাপগঞ্জ থানাপুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd