সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুমার নামাজ শেষে বার্ষিক সভার তারিখ নির্ধারণ নিয়ে দুই পক্ষের সংর্ঘষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। সংর্ঘষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের জগন্নাথপুর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্আহ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এঘটনা ঘটে।
জানা যায়, জুমআহর নামাজের পর নোয়াগাঁও গ্রামে বার্ষিক সভা নিয়ে আলোচনা চলছিল। এক পর্যায়ে তারিখ নির্ধারণ নিয়ে মসজিদের মুতায়াল্লি হান্নান মিয়া ও গ্রামের মুরুব্বি মুক্তার মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের খেলার মাঠে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে প্রায় বিশজন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে মুতায়াল্লি হান্নান মিয়ার পক্ষের ইজাজ মিয়া, আক্কা মিয়া, জুবায়ের মিয়া, রুবেল মিয়া, বাদশা মিয়া সহ আরো অনেকেই আহত হয়।
অপর পক্ষ মুক্তার মিয়া পক্ষের আব্দুল হাদী, আব্দুল ওয়াকিদ, হালিম মিয়া, রাকিব মিয়া, ছমির মিয়া, শাহীন মিয়া, আলী হোসেন, সোহেল মিয়া, আওলাদ মিয়া, আজাদ মিয়া সহ আলো অনেকেই আহত হয়েছেন।
জগন্নাথপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, জুম্মার নামাজের পর আমরা জানতে পারি নোয়াগাঁও গ্রামে মারামারি হচ্ছে। সাথে সাথে আমাদের পুলিশ সদস্যদের সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতির নিয়ন্ত্রনে আনি। এখন সেখানের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd