সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধিঃগোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেছেন, যে দেশে গুণীজনের কদর নেই, সে দেশে গুণীজন জন্মায় না। তাই সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া আমাদের কর্তব্য। সভ্য দেশগুলোর দিকে তাকান দেখবেন তারা গুণীদের সম্মান দিতে ভুল করে না। উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ” এর উদ্যোগে আয়োজিত গুণীজন সম্মাননা ও এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় ‘সন্ধানী ছাত্রকল্যাণ পরিষদ’ ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোগে স্থানীয় পাঁচ মৌজা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের সভাপতি সাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদ হোসেন শাকিল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি মো. আছলম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. নিজাম উদ্দিন, হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসাব্বির আলী, মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক সিরাজ উদ্দিন, শিক্ষক নুরুল হুদা, মোঃ তাজ উদ্দিন, সিরাজুল ইসলাম, মো: আব্দুল্লাহ, মোঃ রইছ উদ্দিন, জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফখরুল ইসলাম, মোঃ জমির উদ্দিন, মোঃ আব্দুর রহমান, মিছবাহ উদ্দিন, সাংবাদিক হেলাল আহমেদ বাদশা, শাকিল আহম প্রমূখ।
অনুষ্ঠানে ২৫ জন গুণীজন ও এসএসসি উত্তীর্ণ ৫০ জন সহ মোট ৭৫ জনকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়ে। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাও. রুহুল আমীন সাদিক, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আল-আমীন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd