সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধিঃগোয়াইনঘাটে মাদকাসক্ত এক প্রতিবেশী ব্যক্তির নির্যাতনের শিকার নিরীহ অসহায় পরিবার।
নির্যাতন থেকে রক্ষা পেতে আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে থানায় অভিযোগ করেছে গোয়াইনঘাট উপজেলার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রামের বাসিন্দা মনজুর আহমদ ও তার পরিবার। নির্যাতনকারী মাদকাসক্ত প্রতিবেশী একই গ্রামের সিরাজ উদ্দিন এর ছেলে জসীম উদ্দিন।
ভুক্তভোগী মনজুর আহমদের মৌখিক ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জসীম উদ্দিন প্রতিদিন মাদক সেবন করে মাতাল অবস্থায় বাড়িতে এসে বিভিন্ন রকম গালিগালাজ ও নির্যাতন করেন। তারই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর গভীর রাতে মাতাল অবস্থায় প্রতিবশী মনজুর আহমেদ এর বসতঘরে ঢুকে তাকে ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। একপর্যায়ে জসীম এর সাথে তার পরিবারের লোকজন ও যুক্ত হয়ে অসহায় মনজুরের পরিবারের উপর সংঘবদ্ধ হামলা করে। এতে আহত হয় মনজুর ও তার স্ত্রী রিছনা বেগম এবং ৫ বছর বয়সী তার মেয়ে মীম আক্তার সহ পরিবারের লোকজন। পরে আহতাবস্থায় মনজুর ত্রিপল নাইনে কল দিয়ে সহযোগিতা চাইলে দেয়া হয় ডিউটি অফিসারের নাম্বার, ডিউটি অফিসারকে কল দিলে পরের দিন লিখিত অভিযোগ করতে বলা হয়। পরে গোয়াইনঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তারা এবং পরদিন গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৫ ডিসেম্বর অভিযোগ দায়েরের পর থেকে মাদকাসক্ত জসীম উদ্দিন প্রতিনিয়ত মনজুরকে নানা রকম হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আখতার হোসেন সাথে যোগাযোগ করেও কোন সহযোগিতা পাননি বরং উল্টো তাকে নানা রকম হয়রানি করে আসছেন। এবিষয়ে কথা বলতে এসআই আখতার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হয়রানির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়, এখন মাত্র জেনেছি, তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd