সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
আলী হোসেন গোয়াইনঘাট) প্রতিনিধি::সিলেট-তামাবিল মহাসড়কে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক রাত সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন, উপজেলার শান্তিনগড় গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন(২৫) ও জৈন্তাপুর উপজেলার ২নং লক্ষীপুর গ্রামের নুর মিয়া উরফে নুরা মিস্ত্রির ছেলে মোঃ শাকিল আহমদ ইমন (৩০)। এ ঘটনায় সাইদুল ইসলাম নামে আরেক জন গুরুতর আহত হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার রাতে আল আমিন মোটর সাইকেল (সিলেট ল- ১২-৬৯০৫) নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি যাওয়ার পথে এবং ইমন ও সাইদুল মোটর সাইকেল (সিলেট-ল-১১-৮৯৬৩) নিয়ে জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে তামাবিল সিলেট-মহাসড়কের বিজিবি ক্যাম্পের সামনে রাস্তার দক্ষিণ পার্শ্বে মুখোমুখি সংঘর্ষে তিন জন আরোহীই মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলামিন ও শাকিলকে মৃত ঘোষনা করে।
এব্যাপারেগোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়ে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd