সুনামগঞ্জ-১ আসনে সম্পদে সবার চেয়ে এগিয়ে রতন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৩

সুনামগঞ্জ-১ আসনে সম্পদে সবার চেয়ে এগিয়ে রতন

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন দাখিলকারী ৩২ প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের। তিনবারের এমপি রতনের গত ১৫ বছরে নগদ টাকাসহ সম্পদ বেড়েছে ছয় গুণেরও বেশি। এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের সিলেট জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকার।

Manual7 Ad Code

নির্বাচন করতে জমা দেওয়া হলফনামায় এবার এমপি রতন তার স্থাবর-অস্থাবর সম্পদ দেখিয়েছেন ৭ কোটি ৯৩ লাখ ১৮ হাজার ৮২১ টাকার। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রতন সে সময় তার হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদ দেখিয়েছিলেন ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার ৭৪৭ টাকার।

Manual6 Ad Code

এবারের হলফনামায় এমপি রতন উল্লেখ করেছেন, কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ১১ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ১ লাখ ৬৮ হাজার ৯৫৬ টাকা, এমপি হিসেবে প্রাপ্ত ভাতা বাবদ আয় ২৫ লাখ ৫৩ হাজার ৪২৭ টাকা, অন্যান্য ১ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৯২৪ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ টাকা ২ কোটি ৩৬ লাখ ৮৪ হাজার ৬৬৯ টাকা, স্ত্রীর নামে ৬৪ লাখ ৭৮ হাজার ৮২৬ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১০ লাখ ৮ হাজার ৬৩, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে শেয়ার ৩০ লাখ টাকা, ৮১ লাখ ৭৯ হাজার ৩৭২ টাকার ল্যান্ড ক্রুজার গাড়ি, টয়োটা গাড়ি ১৮ লাখ টাকার, স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু নিজ নামে ৪০ তোলা, স্ত্রীর নামে ৬০ ভরি, ইলেকট্রনিক্স সামগ্রী নিজ নামে ১ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর নামে ১ লাখ টাকা ইত্যাদি। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ৪৫ লাখ ৯৮ হাজার ৩৯৩ টাকা মূল্যের কৃষি জমি, স্ত্রী ও তাঁর নামে ৩৫ লাখ ৫১ হাজার ২৫৪ টাকা মূল্যের জমি, নির্ভরশীলদের নামে ১০ লাখ ২৬ হাজার টাকা মূল্যের জমি। এ ছাড়া তাঁর অ্যাপার্টমেন্ট, দালান, আধাপাকা ঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে।

এদিকে হলফনামার তথ্য অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে নির্বাচনে দাঁড়ানো ৯ প্রার্থীর মধ্যে বিকল্পধারা বাংলাদেশের মনোনীত রফিকুল ইসলাম চৌধুরীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা (এমবিবিএস) রয়েছে। পেশায় তিনি চিকিৎসক। আওয়ামী লীগ প্রার্থী রনজিত সরকারের শিক্ষাগত যোগ্যতা এলএলবি। স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আহমদ বিএ পাস। বর্তমান এমপি রতন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। গণফ্রন্ট প্রার্থী জাহানুর রশীদ অষ্টম শ্রেণি পাস। তবে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী আশরাফ আলী, সুপ্রিম পার্টির প্রার্থী হারিছ মিয়া, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী নবাব সালেহ আহমদ স্বশিক্ষিত।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..