সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার করপোরেশনের নবনির্বাচিত পরিষদের প্রথম সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
মেয়র প্যানেলে অন্তর্ভূক্ত হতে ৮ জন পুরুষ ও ৫ জন নারী কাউন্সিলর প্রার্থী হন। এর মধ্যে সর্বাধিক ২৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১ নির্বাচিত হন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। আর আগেরবারের প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন ২৪ ভোট পেয়ে এবার প্যানেল মেয়র-২ নির্বাচিত হন। লিপন ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর। আর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের মধ্যে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হন সংরক্ষিত-৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহানা বেগম শানু।
এছাড়া প্যানেল মেয়র প্রার্থী হওয়া পুরুষ কাউন্সিলরদের মধ্যে ১নং ওয়ার্ডের সৈয়দ তৌফিকুল হাদী ১৭ ভোট, ২৫নং ওয়ার্ডের তাকবির ইসলাম পিন্টু ১৩ ভোট, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ৯ ভোট, ১৮নং ওয়ার্ডের এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল ৮ ভোট, ১৩নং ওয়ার্ডের সান্তনু দত্ত সন্তু ৭ ভোট ও ৮নং ওয়ার্ডের জগদীশ চন্দ্র দাশ ৫ ভোট পান। নারী কাউন্সিলরদের মধ্যে সালমা বেগম ১৪ ভোট, নার্গিস আক্তার রুমি ১০ ভোট, শাহানারা বেগম ৭ ভোট ও রেবেকা বেগম ৩ ভোট পান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd