সুস্থ আছে মমতার চার সন্তান

প্রকাশিত: ২:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

সুস্থ আছে মমতার চার সন্তান

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন মমতা দেবী (২৭) নামের এক নারী। সদ্যোজাত চার শিশুর মধ্যে দুজন ছেলে ও দুজন মেয়ে। চার সন্তান সুস্থভাবে জন্ম নেওয়ায় খুশি মা–বাবা। শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন মমতা।

মমতা দেবী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের সত্যরঞ্জন দেবনাথের (৩৩) স্ত্রী। সত্যরঞ্জন দেবনাথের সঙ্গে আলাপ করে জানা গেছে, তিনি এলাকায় একটি কাপড়ের দোকানে চাকরি করেন। বাড়িতে তার মা, তিন বোন ও এক ভাই রয়েছেন। মমতার সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১৬ সালে। তাদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, তার স্ত্রী যখন দ্বিতীয়বার সন্তানসম্ভবা হন, ওই সময় ১০ সপ্তাহ হলে আলট্রাসনোগ্রাম করান। আলট্রাসনোগ্রামের সময় একসঙ্গে চার সন্তান গর্ভধারণের বিষয়টি তারা বুঝতে পারেন। এর পর থেকে তিনি ও তার স্ত্রী সচেতন ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলেছেন। একসঙ্গে চার সন্তান জন্ম হওয়ায় একদিকে ভালো লাগছে। তবে তার দুশ্চিন্তা হচ্ছে সন্তানদের লালনপালনের খরচ চিন্তা করে। তার সীমিত আয়ে একসঙ্গে চার সন্তানকে কীভাবে বড় করবেন, তা নিয়ে ভাবছেন।

Manual2 Ad Code

সত্যরঞ্জন আরও বলেন, বাচ্চাদের এখন পর্যন্ত নাম রাখেননি। তবে আগামী ছয় দিনের মধ্যে বাচ্চাদের নামকরণ করবেন।

Manual3 Ad Code

হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, চারটি শিশুই হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। মমতা দেবী ওয়ার্ডে আছেন। মা ও শিশুরা সবাই সুস্থ আছে। তবে কবে নাগাদ ছাড়পত্র দেওয়া হবে সেটি আজ শনিবার বিকেল পর্যন্ত নিশ্চিত হয়নি।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জন্ম নেওয়া শিশুদের ওজন ৯০০ গ্রাম থেকে ১ হাজার ২০০ গ্রামের মধ্যে। আপাতত শিশু ও মা সুস্থ রয়েছে। আশা করছেন দ্রুতই শিশুগুলো মায়ের কোলে‌ যাবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..