চলছে কিন ব্রিজের সংস্কার কাজ

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৩

চলছে কিন ব্রিজের সংস্কার কাজ

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কয়েকদফা পেছানোর পর অবেশেষ শুরু হয়েছে কিনব্রিজের সংস্কার কাজ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী এই ব্রিজটির সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ের সেতু বিভাগ।

এর আগে বুধবার সকাল থেকে এই সেতু দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া সংস্কার কাজের আগে সেতুর দুই পাশের প্রবেশমুখে ব্যারিকেট দেয়া হয়।

Manual7 Ad Code

এদিকে গত মঙ্গলবার রাতে সেতু বন্ধের ঘোষণা দিয়ে ব্রিজের দুই পাশে দুটি নোটিশ টাঙানো হয় বাংলাদেশ রেলওয়ের সেতু বিভাগের পক্ষ থেকে।

Manual5 Ad Code

রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জীষাণ দত্ত বলেন, ‘ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। গতকালই সকল মালামাল কিনব্রিজ এলাকায় নিয়ে আসা হয়। আর বুধবার সকাল থেকে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আশাকরি দুই মাসের মধ্যেই কাজ শেষ করতে পারবো।

Manual3 Ad Code

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার থেকে কিনব্রিজে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই মাস সংস্কার কাজ চলবে। সংস্কার শেষে আবারও জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে।

তিনি বলেন, রেলওয়ের বিভাগকে দুই মাসের আগে কাজ শেষ করার জন্য বলা হয়েছে। সংস্কারে পরে কিন ব্রিজ দিয়ে আর বড় ধরণের যানবাহন চলাচল করতে দেয়া হবে না।

সিলেটের পরিচিতির অংশ হয়ে ওঠা কিনব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’।

Manual1 Ad Code

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, জরাজীর্ণ কিনব্রিজ সংস্কারের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।

সিলেট নগরের মাঝামাঝি এলাকার এই সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও এটি সংস্কার করবে রেলওয়ের সেতু বিভাগ। আর সেতুটি দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।

২০১৯ সালের ১ সেপ্টেম্বর সেতুটি নড়বড়ে হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে সিটি করপোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘কিনব্রিজ সিলেট তথা দেশের একটি এতিহ্য। সিলেটের পরিচয়বহনকারী স্থাপত্য এটি। তাই এটি টিকিয়ে রাখার স্বার্থে যান চলাচল বন্ধ করে ফুটওভার ব্রিজে (পদচারী সেতু) রূপান্তর করার জন্য একটি প্রস্তাব আমরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সওজকে দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘নাগরিকদের দাবির মুখে হালকা যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..