সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩
নিজস্ব প্রতিবেদক: ঈদের আগের দিন থেকে টানা বৃষ্টিপাতে সিলেটে নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এমন বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত তিন দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে।
সুরমার পানি সীমান্তবর্তী কানাইঘাট পয়েন্টে অপরিবর্তিত থাকলেও বেড়েছে সিলেট পয়েন্টে। ঈদের দিনের (বৃহস্পতিবার) চেয়ে আজ শুক্রবার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ পয়েন্টের পানি ০.৩৮ সেন্টিমিটার বেড়েছে।
এছাড়া কুশিয়ারা নদীরে তিন পয়েন্টেই (শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর) কিছুটা বেড়েছে পানি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সিলেটসহ সারা দেশে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ঈদুল আজহার দ্বিতীয় দিনে অব্যাহত থাকবে। এ দিন সিলেটের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd