সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জের দলইরগাও গ্রামে প্রবাসী আনিসুর রহমান এর বাড়ীতে হামলার ঘঠনায় মামলা দায়ের হয়েছে কোম্পানীগঞ্জ থানায়। যার মামলা নং-১৩।
গত ২৪ শে জুন রাত ৯ টায় প্রবাসীর বাড়ীতে হামলা ও লুটপাটের ঘঠনা ঘঠেছে। এতে প্রবাসীসহ অন্তত ৫/৬ জন মহিলাসদস্যসহ গুরুতর আহত হয়েছেন। আহতরা উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে। অভিযোগকারী এজাহারে লুটপাট, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ কয়েকলক্ষাধিক টাকা হামলাকারীরা হাতিয়ে নিয়েছে বলে এজাহারে উল্লেখ করেন। ২৬ শে জুন দায়েরকৃত মামলায় ৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের হামলাকারী আসামী রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।
এদিকে প্রবাসীর বাড়ীতে হামলা, লুটপাট ও ডাকাতির ঘঠনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসীদের বৃহৎ সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানান সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমান প্রবাসী আনিসুর রহমান এর বাড়ীতে ন্যাক্কারজনক ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বার্তা প্রেরক প্রচার সম্পাদক দেলোয়ার খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় শাখার সভাপতি মঈন উদ্দিন মনি, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আনসার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত পরিশ্রমের ফলে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় প্রবাসীদের দেশে নিরাপত্তা আজ ভূলুণ্ঠিত তা হতে পারেনা। নেতৃবৃন্দ সকল প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে নজরে আনার জোর দাবী জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd