সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৩
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ধলাই নদীতে পাথর চুরির দায়ে পাথরসহ ৪টি বারকি নৌকা আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত মধ্যরাতে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক মোখলেছুর রহমান ও মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধলাই নদীর বাংকার এরিয়া থেকে পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই ৪টি বারকি নৌকাকে আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাথর চোরেরা পানিতে ঝাঁপ দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে , সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ কয়েক বছর ধরে কোম্পানীগঞ্জে বন্ধ রয়েছে পাথর উত্তোলন। ভোলাগঞ্জ ধলাই নদী ও সাদা পাথর এলাকা থেকে সরকার নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে পাথর চুরি করতে না পারে সেই জন্য প্রতিদিন রাত ও দিনে ভোলাগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা ধলাই নদীতে দায়িত্ব পালন করছে। এ অবস্থায় ধলাই নদীতে দায়িত্বরত অবস্থায় পাথর চুরির সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা বাংকার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০-৮০ ফুট ছোট-বড় বিভিন্ন সাইজের পাথরসহ চারটি নৌকা জব্দ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গত বুধবার রাতে অভিযান চালিয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি ৪ টি নৌকা আটক ও পাথর জব্দ করে। পর্যটন স্পটে সাদাপাথর রক্ষার্থে বিজিবির পাশাপাশি পুলিশ তৎপর রয়েছে। পাথর চুরি রোধে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd