গোটা দেশ আজ কারাগার : এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৩

গোটা দেশ আজ কারাগার : এমরান আহমদ চৌধুরী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলছেন,
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছে নিশিরাতের এই অবৈধ সরকার। গণতান্ত্রিক শক্তির উপর কর্তৃত্ববাদের সীমাহীন আঘাত যেন তীব্ররুপে অবির্ভূত হয়েছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে এই অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। ইতোমধ্যেই সরকারের পতনের জন্য জনগন রাস্তায় নেমেছ। পরিস্থিতি এমন হয়েছে যেন, সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিণত করেছে। পার্থক্য শুধু একটাই বিএনপির নেতাকর্মীরা ছোট কারাগার থেকে বের হয়ে বড় কারাগারে পরাধীনতার শৃংখলে বন্ধি হচ্ছেন। সময় আর বেশী বাকি নেই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই দেশবাসীকে এই পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

বৃহষ্পতিবার (২২জুন)সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারা ফটকে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, আবুল হোসেন, রাজু আহমদ, জুনায়েদ হোসাইন, কামরুল হাসান, সাইফুল ইসলাম সোহাগ, হাফিজুর রহমানের কারামুক্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমরান আহমদ চৌধুরী আরো বলেন, দেশের মুক্তিকামী মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করছে, তখন প্রহসনের নির্বাচন দিয়ে সরকার জনগনের দৃষ্ঠি ভিন্ন দিকে নেয়ার পায়তারা করছে। এমনকি এই পাতানো তথা কতিত নির্বাচনের কারনেই বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছিল। আমরা ধীরে ধীরে তাদেরকে কারামুক্ত করার চেষ্টা করছি। জনগনকে এই হয়রানী থেকে মুক্তি পেতে হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে।

Manual8 Ad Code

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাম রাব্বানী, আনোয়ার হোসেন মানিক, কোহিনুর আহমদ, মাহবুল হক চৌধুরী, আবুল কাসেম, মকসুদ আহমদ, আজিজুর রহমান আজিজ, মনিরুল ইসলাম তোরন, সুমেল আহমদ চৌধুরী, সুহেল ইবনে রাজা, হাসিনুর রহমান টিপু, মির্জা সম্রাট হোসেন, আবু আনসারী, বেলায়ত হোসেন মোহন, আবুল হাসনাত, উসমান গনি, সাইফুল ইসলাম সেফুল, সিরাজ উদ্দিন মেম্বার,মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যেতি এষ, সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদ, সহ সভাপতি আব্দুল করিম জুনাক, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম লস্কর মুনিম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিপন মিয়া, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমেদ মোক্তার, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ,, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তাসনিম রহমান চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোহাইমিনুল হক তপু।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..