সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, তাতে মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। ইতিমধ্যে ৮০টি কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি নির্বাচনে মোট কেন্দ্র ১৯০টি।
স্থানীয়ভাবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী ৮০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী।
এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে ৪৮ হাজার ৬২৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ১৮ হাজার ২৩৭।
বুধবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট নেয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। নির্বাচন নিয়ে তৎপর ছিল নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন অফিসে বসে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd