সাইকেল চালিয়ে, নিজে পোস্টার লাগিয়ে শাহ জাহান মিয়ার ৩০ হাজার ভোট

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

সাইকেল চালিয়ে, নিজে পোস্টার লাগিয়ে শাহ জাহান মিয়ার ৩০ হাজার ভোট

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হলেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহ জাহান মিয়া ওরফে শাহ জাহান মাস্টার।

Manual7 Ad Code

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ভোটসংখ্যার দিক থেকে তিনি হয়েছেন তৃতীয়। নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট। তৃতীয় হওয়া শাহ জাহান মিয়ার প্রাপ্ত ভোট ২৯ হাজার ৬৮৮। তাঁর প্রতীক ছিল বাস গাড়ি।

নির্বাচনে প্রার্থী ছিলেন আটজন। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় ওঠে এসেছেন শাহ জাহান মিয়া। নির্বাচনের প্রচারণায় ছিল না তাঁর কর্মী কোনো। পোস্টার সাঁটানোর মতো মানুষও ছিল না তাঁর। আর্থিক সঙ্গতি না থাকায় সে পথে হাঁটেনওনি তিনি। নিজে একাই চালিয়েছেন প্রচারণা। পোস্টার সাঁটানো, লিফলেট বিতরণ সব করেছেন একাই।

Manual4 Ad Code

নির্বাচনের প্রচারণার পুরোটা সময় তাঁর একমাত্র বাহন ছিল বাইসাইকেল, আর সেই বাইসাইকেল দিয়ে চালিয়ে গেছেন বাস গাড়ি মার্কার প্রচারণা।

Manual1 Ad Code

শাহ জাহান মিয়া প্রথমে ছিলেন হোটেল কর্মচারী। এরপর সেখান থেকে মোমবাতি ও স্যালাইন বিক্রির কাজ করেন। তারপর সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন।

Manual2 Ad Code

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন সিলেট শহরে আসি, তখন মানুষের দুঃখ দুর্দশা দেখে স্বপ্ন দেখি, একদিন এই শহরের মেয়র হব, এমপি হব, জনপ্রতিনিধি হব; এবং মানুষের সেই দুঃখ দুর্দশা দূর করব।

অথচ কে না জানে, তাঁর নির্বাচনে অংশগ্রহণ প্রথমেই আটকা পড়েছিল নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে। মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পান।

হলফনামা অনুযায়ী মো. শাহ জাহান মিয়ার শিক্ষাগত যোগ্যতা বিএসএস। সিলেট নগরের দরগাহ মহল্লায় একটি ভাড়াবাড়িতে থাকলেও তাঁর আদি নিবাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..