বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি (বিশ্বনাথ, অলংকারী, রামপাশা, দৌলতপুর ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলে তিনি দল থেকে আজীবনের জন্য বহিস্কার হবে।
দলীয় সিদ্ধান্ধ অমান্য করে নির্বাচনে অংশ নিলে বিএনপির নেতাকর্মীরা আজীবনের জন্য বহিস্কার হওয়ার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
বুধবার (২১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নিচ্ছে না।
কেন্দ্রীয় ওই নির্দেশের বাইরে গিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিলে তাকে থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।
Sharing is caring!