সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং ও গ্রামীণ ব্যাংক পুর্ব আলীরগাঁও শাখার উদ্যোগে পৃথক পৃথক বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেল গ্রামীণ ব্যাংক সিলেট যোন জৈন্তাপুর এরিয়ার আওতাধীন পূর্ব জাফলং ও গ্রামীণ ব্যাংক পুর্ব আলীরগাঁও শাখায় পৃথক এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এসময় পূর্ব জাফলং শাখার শাখা ব্যাবস্থাপক লুতফর রহমান সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক সিলেট যোনের যোনাল ম্যানেজার শহীদুল আলম চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট যোনের যোনাল অডিট অফিসার মোহাম্মদ মনির, জৈন্তাপুর এরিয়ার এরিয়া ম্যানেজার শাহজাহান চৌধুরী, গ্রামীণ ব্যাংক পুর্ব আলীরগাঁও শাখার ২য় স্বাক্ষরকারী কর্মকর্তা মাসুদ পারভেজ ও গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং গ্রামীণ ব্যাংক পুর্ব আলীরগাঁও শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শেষে গ্রামীণ ব্যাংক পূর্ব জাফলং শাখার ১০ জন সন্মানিত সদস্যের মেধাবী (ছেলে-মেয়ে) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এসময় উপস্থিত মেধাবী শিক্ষার্থীরা এসব শিক্ষাবৃত্তি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গ্রামীণ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd