সিলেট ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় জড়িত মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
তুহিন সম্প্রতি সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহর বাসায় সামনে অস্ত্রের মহড়া দেন। অস্ত্র মহড়ার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা করেন কাউন্সিলর প্রার্থী জামায়াত নেতা সায়ীদ মো. আব্দুল্লাহ।
এছাড়া আব্দুল্লাহ নির্বাচন কমিশনে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ দেন। সায়ীদ মো. আব্দুল্লাহর অভিযোগের পর নির্বাচন কমিশন আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd