সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩
নিজস্ব প্রতিবেদকক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূনীর্তির সীমাহীন অভিযোগ উঠেছে।
গত (১ জুন) চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন পরিষদের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নজরুল ইসলাম নির্বাচিত হওয়ার পর থেকে সরকারের বিভিন্ন বরাদ্দ ইউনিয়ন উন্নয়ন সহায়তা ও এলজিএসপি, টি আর, কাবিটা-কাবিখা এবং বিবিজি ও পিবিজিসহ অন্যান্য বরাদ্দ আসে ঠিকই। কিন্তু কোথাও বন্টনের কোন হাদিস পায়নি ইউপি সদস্যরা। নজরুল ইসলাম নির্বাচিত হওয়ার ১৭ মাস অতিবাহিত হলেও সকল ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয় জনসাধারণ। তবে তার অনুসারী কিছু ইউপি সদস্য আছেন তারা গোপনে তাদের সুবিধা আদায় করেন। তিনি একের পর এক বরাদ্দ আত্মসাত করে চলেছেন। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ করে বিভিন্ন ভাবে হুমকি ধামকির শিকার হচ্ছেন স্থানীয় ইউপি সদস্যরা।
এছাড়া চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নির্মাণে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর দেয়া ঘর উপহারের সনদপত্র উপকারভুগীদের হাতে তুলে দেয়া হলেও বাস্তবে কোন ঘরই দেয়া হয়নি।
ঘটনাটি ঘটে উপজেলার ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায় পুর্ব আলীরগাঁও ইউনিয়নের লামাকুটাপাড়া গ্রামের ৫ সন্তানের জনক অসহায় দিনমজুর ফয়েজ উদ্দিন, ২০২১ সালে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি ঘরের আবেদন করেন। সে বছর ভুমিহীন ও গৃহহীন ফয়েজ উদ্দিনের জন্য একটি ঘর বরাদ্দও হয়। যথারীতি নির্মাণ হওয়ার কথা থাকলেও কোন এক অজানা কারণে ঘরটি নির্মাণ না করে উপজেলা প্রশাসন থেকে ভুক্তভোগীর হাতে ঘর পেয়েছেন মর্মে একটি সনদপত্র তুলে দেয়া হয়। কিন্তু সরেজমিন অনুসন্ধানে ঘরের কোন অস্তিত্বই মিলেনি। ভুক্তভোগী ফয়েজ উদ্দিন ঘরটি নির্মাণ না হওয়ার পিছনে সরাসরি স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে দায়ী করে বলেন, আমি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম এর মাধ্যমে ঘরের আবেদন করেছি, আমার জন্য ঘর বরাদ্দও হয়, চেয়ারম্যান নজরুলের মাধ্যমে কিছু মালামাল ও বাড়ীতে আসে, দীর্ঘদিন থেকে ইট সহ কিছু মালামাল নষ্ট হয়ে যাচ্ছে অতচ কি কারণে আমার ঘরটি নির্মাণ হচ্ছেনা আমি বুঝতে পারছিনা। ২০২১ সালে আমার সাথে যারা আবেদন করেছিলেন তাদের সকলের ঘর নির্মাণ হলেও আমার ঘরটি এখনো হচ্ছেনা।
স্থানীয় ওয়ার্ড সদস্য তজম্মুল আলী বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, এসবে স্থানীয় মেম্বারদের তদারকির কোন সুযোগ দেয়া হয়নি, এসব প্রকল্প সরাসরি উপজেলা প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান দেখবাল করে বলে তিনি তার দায় এড়ান।
৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের আশু হস্থক্ষেপ কামনা করছেন ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারণ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd