বর্ণিল আয়োজনে সময়ের কন্ঠস্বরের ১০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৩

বর্ণিল আয়োজনে সময়ের কন্ঠস্বরের ১০ বছর পূর্তি উদযাপন

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠস্বরের গৌরবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১৪ জুন) দিনব্যাপী রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিনটি উদযাপিত হয়।

সকাল ১১টায় সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা ও সম্পাদনা পর্ষদের সভাপতি সাবেক সচিব এম. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

এসময় সময়ের কণ্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক পলাশ মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক, লেখক ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আমিনুল ইসলাম বেদু, আম্বালা ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক দেওয়ান তৌফিকা হোসেন স্বাতী ও বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা এম. আজিজুর রহমান। এসময় ফুলেল শুভেচ্ছা ও পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন তারা।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য মানুষেরা। তাদের খন্ড খন্ড আড্ডা, শুভেচ্ছা বক্তব্য ও আশীর্বাণীতে মুখর হয়ে উঠেছিল পত্রিকার কার্যালয়।

২০১৩ সালের ১৪ জুন যাত্রা শুরু করা এ নিউজ পোর্টালটি হাঁটি হাঁটি পা পা করে ১১ বছরে ইতোমধ্যে দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা নিয়ে কোটি পাঠকের মনে জায়গা করে নিয়েছে সময়ের কন্ঠস্বর।

Manual6 Ad Code

ডিজিটাল গণমাধ্যমের উৎকর্ষতার এই সময়ে ‘সময়ের কন্ঠস্বর’ জন্মলগ্ন থেকেই প্রচলিত অনলাইন পোর্টালের বাইরে নতুন কিছু করতে চেয়েছে এবং তার দৃষ্টান্তও দেখিয়েছে।

Manual4 Ad Code

‘প্রজন্মের সংবাদ মাধ্যম’ স্লোগান নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ থেকে দশ বছর আগে এই দিনে সাবেক সচিব ও সাবেক প্রধান তথ্য কমিশনার এম. আজিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় ও আহমেদ তৌফিকের সম্পাদনায় এর যাত্রা শুরু হয়।

Manual2 Ad Code

প্রতিষ্ঠার শুরু থেকেই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষে কাজ করা এ গণমাধ্যমটি সরকারের উন্নয়নচিত্র ধারাবাহিকভাবে প্রকাশসহ ভিন্নধর্মী সংবাদ প্রচারণায় দেশ-বিদেশের অনলাইন পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা ওয়েব পোর্টালটি সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডেও অবদান রাখছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..