সিলেটে বাসা-বাড়িতে পানি : সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩

সিলেটে বাসা-বাড়িতে পানি : সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ

Manual5 Ad Code

নিবস্ব প্রতিবেদক :: অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে নগরের বাসা-বাড়িতে পানি উঠায় সিলেট নগরীর কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন স্থানীয় জনসাধারণ। এ সময় অবরোধকারীরা সড়কে অগ্নিসংযোগ করেন। এতে যানজটের সৃষ্টি হয়।

পরে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনি অবরোধকারীদের সমস্যা সমাধানে আশ্বস্ত করেন।

Manual4 Ad Code

জানা যায়, কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা না করেই কাজ শুরু করায় অল্পবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাসা-বাড়িতে পানি উঠছে। এতে করে পানিবন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ। স্কুল-কলেজে যাতায়াত করতে পারছেনা ছেলে মেয়েরা। বিষয়টি তারা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দায়িত্বশীলদের বার বার অবগত করেছেন কিন্তু তারা কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি।

Manual1 Ad Code

এ কারণে বুধবার দুপুর ১২টার দিকে কুমারগাঁও-বাদাঘাট সড়ক অবরোধ করেন ৩৮ ও ৩৯নং ওয়ার্ডের মইয়াছড়, নয়া কুরুমকলা, নাজিরেরগাঁও শিমুলতলা এলাকাবাসী।

আন্দোলনকারীরা জানান, কুমারগাঁও থেকে বাদাঘাট হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলছে। কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা না করেই সওজ শুরু করেছে। পানি চলাচলের যেসব রাস্তা ছিল সেগুলো বন্ধ করে রাখা হয়েছে।ফলে পানি বন্দী হয়ে আছেন কয়েকটি এলাকার মানুষ। এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সওজ কর্তৃপক্ষকে অবগত করলেও তারা কর্ণপাত না করায় আজকে এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, কাজের শুরু থেকে তারা দাবি জানিয়ে আসছেন পানি চলাচলের জন্য ব্যবস্থা করে দিতে। না হলে তারা বাড়ি-ঘরে থাকা সম্ভব না। বারবার দাবি জানালেও কর্তৃপক্ষ কথা কানে নিচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় স্কুল-কলেজে যাতায়াত করতে পারছেনা ছেলে মেয়েরা। ড্রেনের ময়লা-আবর্জনার পানি ঘরের মধ্যে প্রবেশ করছে। আজকের মধ্যে দাবি মানা না হলেও তারা সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখবেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, বেলা ১২টার দিকে সড়ক সড়ক অবরোধ করেন স্থানীয়রা, পরে আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..