সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৩
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) রাতে দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. গোলাম কিবরিয়া হেলাল মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্র ও জেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুসারে দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়া ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকা, তৃণমূলকে শক্তিশালী করতে ৬ টি ইউনিয়নের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনকে গতিশীল করতে উপজেলা আওয়ামীগের সভার সিদ্ধান্তক্রমে মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত করা হয়। আহ্বায়ক কমিটিতে দলের ত্যাগি ও পরিক্ষিতদের স্থান দেয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কমিটি করার নির্দেশ প্রদান করা হয় নতুন আহ্বায়ক কমিটির নেতৃদের।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd