সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩
ওসমনীনগর সংবাদদাতা: সিলেটের ওসমনীনগর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ সোমবার (১২ জুন) সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন বলেন, ‘সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য থেমে থাকে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন ৫-৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এর আগে গত বুধবার ভোরে ঘটনাস্থলের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ শ্রমিকের মৃত্যু হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd