সিসিকে অস্ত্রের মহড়া দিয়ে প্রার্থিতা বাতিলের শঙ্কায় আফতাব

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৩

সিসিকে অস্ত্রের মহড়া দিয়ে প্রার্থিতা বাতিলের শঙ্কায় আফতাব

Manual1 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে অস্ত্রের মহড়া দিয়ে প্রার্থীতা বাতিলের শঙ্কায় পড়েছেন সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান। এ ঘটনায় অভিযুক্তের প্রার্থীতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার সিলেট সফরে আসা প্রধান নির্বাচন কমিশনার অস্ত্র নিয়ে মহড়া দেওয়া অভিযুক্ত আফতাবের প্রার্থীতা বাতিলের ইঙ্গিত দেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার গভীর রাত থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদ আব্দুল্লাহর বাড়ির সামনে বর্তমান কাউন্সিলর আফতাবের কর্মীদের অস্ত্রসহ মহড়া দেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Manual1 Ad Code

ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার আনুমানিক সকাল ৬টার দিকে বর্তমান কাউন্সিলর ও আসন্ন সিসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের অনুসারীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইদের বাসার ফটকের সামনে আসে। এ সময় তারা সাইদের বাসার দিকে বন্দুক উঁচিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

এ নিয়ে সাইদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন। প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নির্বাচন নিয়ে তিনি ও তার সমর্থকরা শঙ্কিত বলে জানিয়েছেন সাইদ।

Manual4 Ad Code

এদিকে কাউন্সিলর প্রার্থী সাইদ আব্দুল্লাহর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে নির্বাচনকে ঘিরে অবৈধ কিংবা বৈধ অস্ত্র প্রদর্শনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ।

এ ব্যাপারে অভিযুক্ত আফতাব হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা হিসেবে তার বাসায় গেলে তিনি কথা বলতে রাজি হননি।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..