সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :: সারী-গোয়াইনঘাট সড়ক থেকে ২টি গাছ কেটে নিয়েছে সালেহ নামক একজন। খবর পেয়ে স্থানীয় লাফনাউট ভুমি অফিস অভিযান চালিয়ে গাছগুলো জব্ধ করেছে।
গত ৩ জুন শনিবার সকালে সারী-গোয়াইনঘাট সড়কের ধর্মগ্রাম নামক স্থানে নুরুল ও বশিরের বাড়ির সম্মুখ থেকে স্থানীয় ধর্মগ্রামের মৃত তজম্মুল আলী (তজই) এর পুত্র সালেহ আহমদ দুটি রেন্টি গাছ চুরি করে কেটে নিয়ে যায়।
পরে সালেহ আহমদ গাছগুলো পাঁচসেউতি বাজার স’মিলে নিয়ে চিরে ফেলে। এসময় স্থানীয় ভুমি অফিস খবর পেয়ে অভিযান চালিয়ে গাছগুলো জব্ধ করে।
জানতে চাইলে ভুমি অফিসের উপসহকারী ভুমি কর্মকর্তা হোসনেয়ারা জানান খবরে পেয়ে গাছগুলো জব্ধ করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবরে প্রতিবেদন প্রেরণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিলুর রহমান জানান গাছগুলো জব্ধ করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd