অসহায়দের মাঝে আর-রাহমান ট্রাস্টের চিকিৎসা গৃহ নির্মাণ ও শিক্ষা সহায়তা প্রদান 

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

অসহায়দের মাঝে আর-রাহমান ট্রাস্টের চিকিৎসা গৃহ নির্মাণ ও শিক্ষা সহায়তা প্রদান 

Manual2 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে সিলেটের সদর, বিশ্বনাথ গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলার হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে চিকিৎসা, শিক্ষা ও বিবাহের জন্য সহায়তা হিসেবে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে বিশ্বনাথ উপজেলার তেলিকেনা গ্রামে ও তিনটি, সদর উপজেলার দুটি এবং বিয়ানীবাজার উপজেলার ১টি পরিবারের মাঝে গৃহ নির্মাণে ২৫ হাজার টাকা নগদ, পাশাপাশি একি উপজেলার অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে ৩০ হাজার ও বিবাহ সহায়তা হিসেবে আরো ৪০ হাজার টাকা নগদ বিতরণ করা হয়।
সম্প্রতি আর-রাহমান এডুকেশন ট্রাস্ট  ইউকের বাংলাদেশ শাখার কার্যালয় বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের এলাহাবাদ রহমান মঞ্জিল থেকে এ নগদ অর্থ বিতরণ করেন  ট্রাস্টের  বাংলাদেশ শাখার অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান। সহযোগীতা করেন সাথে ছিলেন আজিমুর রহমান হামিম , আতিকুর রহমান তোয়াছিন।
এ উপলক্ষে ট্রাস্টের পরিচালক ইমাম নুরুর রহমান বলেন, প্রতিটি ভালো কাজই একটি দান। যারা বৃটেনে  থেকে  আর-রাহমান এডুকেশন ট্রাস্টের  কার্যক্রমকে অর্থ বুদ্ধি শ্রম  উৎসাহ প্রদান করে করে সহযোগিতা কর আসছেন তাদের সকলকে মহান মাবুদ উত্তম জজবা দান করুক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2023
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

সর্বশেষ খবর

………………………..