সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩
মোঃ কামরুল ইসলাম জনি: আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২ জুন) সকালে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন তাদের পছন্দের প্রতীক। এদিন সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩২নং ওয়ার্ডের উন্নয়নকে আরোও গতিশীল করতে কাউন্সিলার প্রার্থী হয়েছেন সাবেক ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান রিপন। তিনি আগামী (২১ জুন) কাটা চামচ মার্কা নিয়ে জয়যুক্ত হবেন বলে আশাবাদী স্থানীয় ভোটাররা। সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৩২নং ওয়ার্ড থেকে কাটা চামচ মার্কায় কাউন্সিলার পদে লড়ছেন তিনি।
শুক্রবার (২ জুন) বরাদ্দকৃত প্রতীকে কাটা চামচ মার্কা পেয়েছেন মতিউর রহমান রিপন। প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থী ও তার সমর্থকরা। মতিউর রহমান রিপন বলেন, সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মানিত ভোটার বৃন্দের মূল্যবান রায়ের মধ্য দিয়ে আমার বিজয় হবেই ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮৭ জন এবং সাধারণ ওয়ার্ডে ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৪২টি ওয়ার্ডের ১৯০টি কেন্দ্রে ১৩৬৭টি স্থায়ী ও ৯৫টি অস্থায়ী কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এবার ৪২টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ এবং নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন। আর হিজড়া ভোটার হয়েছেন মাত্র ৬ জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd