সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের বিল্ডিংয়ের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে একজন পথচারী নিহত হয়েছেন। নিহত একজন সেনা সদস্য বলে জানা গেছে। শনিবার (৩ জুন) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষনিক ভাবে নিহত সেনা সদস্যের পরিচয় পাওয়া যায় নি।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ সিটি মার্কেটের ভিতরে ওই পথচারীর মাথায় এসে পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সিলেট সিটি কির্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, অনাকাংখিত এই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd