সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৩
নিজস্ব গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত বিছানাকান্দি এলাকায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এর নেতৃত্বে টাক্সফোর্সের অভিযানে চোরাইপথে দেশে আসা ৪০টি ভারতীয় গরু বিজিবির সহায়তায় আটক করা হয়েছে।
কিন্তু ভারতীয় চোরাচালন বন্ধে থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। সাম্প্রতিক উপজেলার রাধানগর বাজারেও ভারতীয় চোরাই পণ্যের বিরুদ্ধে বিজিবির সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। তবে থানা পুলিশ ভারতীয় চোরাই পণ্য বন্ধের বিরুদ্ধে নিরব।
শুক্রবার ২ জুন সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি এলাকা থেকে আটককৃত গরুগুলোকে গোয়াইনঘাট থানায় জব্দ রাখা হয়েছে। জব্দকৃত গরুগুলোকে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও বিজিবির সহায়তায় ভারতীয় ৪০টি গরু আটক করে প্রকাশ্যে নিলামের ব্যবস্থা করা হয়েছে।তবে কোন চোরাকারবারীকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে কোন ধরনের অবৈধ মালামাল বাংলাদেশে প্রবেশ করার সুযোগ নেই। কঠোর নজরদারিতে রয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd