সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুন ১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সবজি ব্যবসায়ী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকালে নগরের ধোপাদিঘীরপাড় এলাকার সড়কে গোবিন্দ তালুকদার (৩৫) কে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে চলে যায়। নিহত গোবিন্দ সুনামগঞ্জের শাল্লা উপজেলা বড়গাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নগরের আখালিয়া নতুন বাজারে বসবাস করতেন।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ এতথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।
জানা গেছে, গোবিন্দ তালুকদার ভাসমান সবজি বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার সকালে নগরের সোবানীঘাট পাইকারি সবজির বাজার থেকে সবজি কিনতে আখালিয়া নতুন বাজার থেকে যাওয়ার পথে ধোপাদিঘীরপাড়স্থ হোটেল অনুরাগের লাগোয়া একটি গলি সড়কে ছিনতাইকারীরা তাকে আটকিয়ে পকেট থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। এসময় গোবিন্দ টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তাঁর বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত গোবিন্দের ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে তিনটায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, ছিনতাইকারীরা তার বুকের ডান পাশে আঘাত করে। ছুরাটি গোবিন্দের ফুসফুসে আঘাত করায় তিনি রক্তক্ষরণে মারা গেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd