সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৩
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার (২০ মে) রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লাছুখাল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আবুল বাশার (৫০), বাবুল হোসেন (৪৪), আব্দুল্লাহ মামুন (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), শুকুর মিয়া (৩৯) ও সহিদ মিয়া (৪৫)। এরা সকলেই একই উপজেলার বাসিন্দা।
রোববার (২১ মে) দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে জুয়া খেলায় ব্যবহৃত ৩ বান্ডিল কাগজের তাস, নগদ ৩ হাজার টাকা ও ১টি প্লাস্টিকের চট উদ্ধার করা হয় এবং ৬ জনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত জুয়া মামলা রুজু করা হয়েছে (নং-১৪, তারিখ-২১/০৫/২৩), এছাড়া আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd