সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারে পুলিশের উপর হামলার ঘটনায় ও পৃথক মামলার সর্বমোট ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে- গত শুক্রবার (১২ই মে) শ্রীমঙ্গল থানাধীন ০৬ নং আশিদ্রোন ইউনিয়নের অন্তর্গত টিকরিয়া (চকগাঁও) সাকিনস্থ ঈদগাঁ সংলগ্ন জনৈক বাবুল মিয়ার বাড়ীর পাশে পাকা রাস্তার উপর শ্রীমঙ্গল থানার অফিসার ফোর্স চেক পোস্ট ডিউটিতে থাকাকালীন সময়ে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ওরফে হাতকাটা তাজুর বসত বাড়ী সংলগ্ন স্থানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী মুজিব তাহার দলীয় নেতা কর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সিএনজি, নোহা ও মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলের দিকে ফেরার পথে দায়িত্বরত পুলিশের উপর পাথরের টুকরা নিক্ষেপ করতে থাকে এবং তাদের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের এলোপাথারি মারপিট করতে থাকে। আসামীদের নিক্ষিপ্ত পাথর ও লাঠির আঘাতে ০৫ জন পুলিশ সদস্য জখম প্রাপ্ত হয়।
এই ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই মোঃ রাকিবুল হাছানসহ উপস্থিত অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় তাৎক্ষনিক ভাবে অভিযান পরিচালনা করে লালবাগ এলাকার শাহ আলমের পুত্র ১। মোঃ জাহাঙ্গীর আলম (২৫), একই এলাকার মোতাহির মিয়ার পুত্র ২। মোঃ জুনায়েদ মিয়া (১৯), সুবজবাগ এলাকার নবাব মিয়ার পুত্র ৩। আবুল মিয়া (২০), ভুজপুর এলাকার মখলিছ মিয়ার পুত্র ৪। মোঃ রুবেল মিয়া (২৮), সুইনগড় (খাসগাঁও) এলাকার মৃত আব্দুল আউয়ালের পুত্র ৫। মোঃ শেখ ফরিদ (৩৮), লালবাগ এলাকার কিতাব আলীর পুত্র ৬। মোঃ রহিম মিয়া (২০), আমিরপুর এলাকার কামাল উদ্দিনের পুত্র ৭। হাছান আহমেদ (৩৮), গয়ঘড় এলাকার আব্দুল খালিকের পুত্র ৮। সেলিম আহমেদ (৪০), দরগা মহল্লা এলাকার মিজানুর রহমানের পুত্র ৯। জাহেদুর রহমান (৩৯), হিলালপুর এলাকার আব্দুল মতিনের পুত্র ১০। শিবলু আহমেদ (৩৮), দরগা মহল্লা এলাকার মৃত আফছার আহমেদের পুত্র ১১। শামছুজ্জামান (৪২), কলিমাবাদ এলাকার মোঃ মফিজুল ইসলামের পুত্র ১২। মোঃ হাবিবুর রহমান (৩৮) ও কাজির গাঁও এলাকার সুন্দর মিয়ার পুত্র ১৩। শিপন আহমেদ (৩৬)-দের গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা রুজুর মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে ১২/০৫/২০২৩ ইং তারিখে শ্রীমঙ্গল থানার মামলা নং-১৪- এর এজাহারনামীয় আসামী বাহার মরদান এলাকার কালা মিয়ার দুই পুত্র ১। বাবলু মিয়া (৩০) ও ২। শিবলু মিয়া (২৮), পশ্চিম বাজার (বেরিরচর) এলাকার শুক্কুর আহমেদের পুত্র ৩। জুয়েল মিয়া(২৮)-কে গ্রেফতার করেন মামলার তদন্তকারী অফিসার এসআই নাসির উদ্দিন এবং শনিবার (১৩ই মে) এসআই মোঃ আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর-২২/২৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মন্দরী (মন্দইল) এলাকার মৃত আবুল হোসেন ওরফে লুমন মিয়ার পুত্র মোঃ সনু মিয়া ওরফে চনুর মিয়া-কে (৩৮) গ্রেফতার করেন।
সকল আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd