লাঙ্গল ছেড়ে নৌকার পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরী !

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩

লাঙ্গল ছেড়ে নৌকার পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরী !

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নিজ দল জাপার প্রার্থী (লাঙ্গল) এর জন্য ভোট না চেয়ে নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চেয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহ্ইয়া চৌধুরী।

শুক্রবার রাতে সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড ঝেরঝেরি পাড়ায় নৌকার মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় আহমেদ জোলকার নাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, দল মত নির্বিশেষে নৌকার বিজয় সুনিশ্চিত করে সিলেটের উন্নয়ন কার্যক্রম কে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, আনোয়ারুজ্জামান একজন ভালো মনের মানুষ। দীর্ঘদিন থেকে আমি চিনি। তিনি নগরবাসীর উন্নয়নে কাজ করতে বদ্ধ পরিকর। আগামী ২১ জুন নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানান তিনি।

কিন্তু জাপার মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) পতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। ইয়াহ্ইয়া চৌধুরী তার দলের বিরুদ্ধে গিয়ে নৌকার জন্য ভোট চেয়েছেন। এ নিয়ে সিলেটের সচেতন মহলের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..